২৬শে মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বাধীনতা দিবস পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগ ও আইএমইডি কর্তৃক যৌথভাবে উদযাপন করা হয়। বেলুন সজ্জিত ৫০টি ফেস্টুন ও ৫০টি পায়রা উন্মুক্তকরণের মধ্য দিয়ে এ দিবসের উদযাপন শুরু হয়। এ দিবস উপলক্ষ্যে কেক কাটা হয়। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যাঁদের মহান আত্মত্যাগে আমরা এই স্বাধীনতা-কে পেয়েছি তাঁদের সকলের স্মরণে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা বিভাগ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সম্মানিত সচিবগণ এবং পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মহোদয়গণ । আরো উপস্থিত ছিলেন আইএমইডি, পরিকল্পনা বিভাগ/কমিশনের কর্মকর্তাবৃন্দ। করোনা ভাইরাস সৃষ্ট মহামারি মোকাবিলায় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি যথাসম্ভব মেনে সমস্ত আয়োজন ছিল।