২০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে আইএমই বিভাগের সিপিটিইউ-এর আয়োজনে সরকারি ক্রয় কার্যক্রমে নাগরিক সম্পৃক্ততা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএমই বিভাগের সচিব জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী। কর্মশালার সভাপতিত্ব করেন সিপিটিইউ-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ শোহেলের রহমান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার জেলা প্রশাসক জনাব মোঃ হাফিজুর রহমান চৌধুরী। কর্মশালায় নীলফামারী জেলার নাগরিক কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় সরকারের প্রতিনিধিগণ তাঁদের মতামত প্রকাশ করেন। কর্মশালায় আরো উপস্থিত সিপিটিইউ ও নীলফামারী জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং নীলফামারী-তে অবস্থিত সরকারের বিভিন্ন প্রকৌশল দপ্তরের কর্মকর্তাগণ।