স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ১২ ডিসেম্বর ২০২১ তারিখ, রবিবার পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক পরিকল্পনা কমিশনের শহীদ মিনার চত্বরে উন্নয়ন মেলা'২০২১ আয়োজন করা হয়। উন্নয়ন মেলা' ২০২১-এর শুভ উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ড. শামসুল আলম মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা বিভাগের সচিব জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, আইএমই বিভাগের সচিব জনাব আবু হেনা মোরশেদ জামান এবং পরিকল্পনা কমিশনের সকল বিভাগের সদস্য (সচিব) মহোদয়গণ।
পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন সকল বিভাগ ও সংস্থা উন্নয়ন মেলায় তাঁদের স্ব স্ব বিভাগ/সংস্থাকে উপস্থাপনা করেন নিজ নিজ সৃজনশীল স্টলের মাধ্যমে। সম্মানিত অতিথিবৃন্দ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন সকল বিভাগ/ সংস্থার কর্মকর্তা-কর্মচারিবৃন্দ মেলার স্টলসমূহ পরিদর্শন করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত এক মনোরম সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে উন্নয়ন মেলা' ২০২১-এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।