পরিকল্পনা মন্ত্রণালয়ে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের কার্যক্রম শুরু হয়। দিবসটি উপলক্ষ্যে পরিকল্পনা কমিশন চত্বরে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানো হয়। দিবসটি উপলক্ষ্যে পরিকল্পনা কমিশনের শহিদ মিনার চত্বরে আলোচনা সভা, দোয়া-মোনাজাত ও মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।