১৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখে আইএমই বিভাগের আয়োজনে ২০২১-২২ অর্থবছরের নির্বাচিত চলমান প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ ও সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়ন সংক্রান্ত ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম. এ. মান্নান এমপি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং পরিকল্পনা বিভাগের সম্মানিত সচিব জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী। আইএমই বিভাগের সচিব জনাব আবু হেনা মোরশেদ জামান এই কর্মশালার সভাপতিত্ব করেন। কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) জনাব ড. গাজী মোঃ সাইফুজ্জামান এবং দিকনির্দেশনামূলক আলোচনা করেন এ বিভাগের পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৩ এর মহাপরিচালক জনাব মোঃ আব্দুল মজিদ, এনডিসি। কর্মশালায় স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন এ বিভাগের সিপিটিইউ ও পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টরের মহাপরিচালকগণ, নির্বাচিত প্রতিষ্ঠানসমূহের টিমলিডারগণ এবং আইএমইডির অন্যান্য কর্মকর্তাগণ। এছাড়া, অনলাইনে প্লাটফর্ম Zoom-এ সংযুক্ত ছিলেন নির্বাচিত প্রকল্পসমূহের প্রকল্প পরিচালকগণ ও নির্বাচিত প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিগণ।