গত ২৩/০১/২০২১ খ্রিঃ তারিখে আইএমই বিভাগের সচিব জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী 'পটুয়াখালী কলাপাড়া উপজেলাধীন কলাপাড়া-বালিয়াতলী-গঙ্গামতি সড়কে বড় বালিয়াতলী আন্দারমানিক নদীতে ৬৬৮ মিটার দীর্ঘ আরসিসি ডেকযুক্ত Pre-Stressed Girder Bridge নির্মান (১ম সংশোধিত)' শীর্ষক প্রকল্প সরেজমিন পরিদর্শন করেন।