Wellcome to National Portal
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ জুন ২০২১

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনা ২০২০-২১ এর আওতায় কর্মকর্তাগণের অংশগ্রহণে নৈতিকতার বিষয়ে ৪র্থ কোয়ার্টার এর সেমিনার অনুষ্ঠিত।


প্রকাশন তারিখ : 2021-06-17

১৭/০৬/২০২১ খ্রিঃ তারিখে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনা ২০২০-২১ এর আওতায় কর্মকর্তাগণের অংশগ্রহণে নৈতিকতার বিষয়ে ৪র্থ কোয়ার্টার এর সেমিনার স্বাস্থ্যবিধি মেনে কনফারেন্স কক্ষে এবং ভার্চুয়াল প্লাটফর্ম "Zoom"-এ অনুষ্ঠিত হয়। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী উক্ত সেমিনারে উপস্থিত থেকে শুদ্ধাচার বিষয়ে তাঁর দিক-নির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করেন। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) জনাব ড. গাজী মোঃ সাইফুজ্জামান উক্ত সেমিনারটি সঞ্চালনা করেন। সেমিনারে মূল আলোচক ছিলেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সিপিটিইউ এর মহাপরিচালক জনাব মোঃ শোহেলের রহমান চৌধুরী। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ সেমিনারে অংশগ্রহণকারী ছিলেন।