স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন করে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে "সেবা সহজিকরণ সক্ষমতা বৃদ্ধি" বিষয়ক ২ দিনের প্রশিক্ষণ কর্মশালার ১ম ব্যাচের প্রশিক্ষণ ৩১/০৩/২০২১ খ্রিঃ তারিখে শুরু হয়েছে। উদ্ভোধনী এবং প্রশিক্ষণের ১ম দিনে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন এ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) এবং চিফ ইনোভেশন অফিসার জনাব ড. গাজী মোঃ সাইফুজ্জামান। এ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী ছিলেন।