২৭.০৬.২০২১ খ্রিঃ তারিখে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে "বঙ্গবন্ধু ও উন্নয়ন ভাবনা" বিষয়ক চিত্র প্রদর্শনীর শুভ উদ্ভোধন স্বাস্থ্যবিধি মেনে করা হয়। দুই দিনব্যাপী এই চিত্র প্রদর্শনীর শুভ উদ্ভোধন করেন এই বিভাগের সচিব জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী মহোদয়। উক্ত আলোচনা সভা ও চিত্র প্রদর্শনীতে আরো উপস্থিত ছিলেন এ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) জনাব ড. গাজী মোঃ সাইফুজ্জামান, সিপিটিইউ-এর মহাপরিচালক, পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টরসমূহের মহাপরিচালকগণ এবং এ বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ।