Wellcome to National Portal
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ নভেম্বর ২০২২

আইএমইডি'তে 'মডেল এপিএ ও শুদ্ধাচার' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।


প্রকাশন তারিখ : 2022-11-29

২৯ নভেম্বর, ২০২২ তারিখে আইএমইডি'র 'সিইইপিআরএম এন্ড ইএসআই' শীর্ষক প্রকল্প কর্তৃক 'মডেল এপিএ ও শুদ্ধাচার' শীর্ষক সেমিনার আয়োজিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএমইডি'র সচিব জনাব আবু হেনা মোরশেদ জামান মহোদয়। সেমিনারের সভাপতিত্ব করেন সিপিটিইউ'র মহাপরিচালক জনাব মোঃ শোহেলের রহমান চৌধুরী মহোদয়। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বিভাগের পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টরের প্রধান/ মহাপরিচালক মহোদয়গণ। সেমিনারে 'শুদ্ধাচার' বিষয়ে সেশন পরিচালনা করেন সচিব, আইএমইডি মহোদয়। সচিব মহোদয় তাঁর সেশনে বলেন, কর্মকর্তা/ কর্মচারীগণ সময়ানুবর্তি, মানবিক, ন্যায়ানুগ ও সৎ হলেই সোনার বাংলা প্রতিষ্ঠা হবে। সেমিনারে 'মডেল এপিএ'-এর উপর ২য় সেশন পরিচালনা করেন এ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. গাজী মোঃ সাইফুজ্জামান।