২৩.০৬.২০২১ খ্রিঃ তারিখে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ২০২০-২১ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বিভাগের সচিব জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী। উক্ত পুরস্কার প্রদান অনুষ্ঠানে সচিব মহোদয়ের নিকট হতে আইএমই বিভাগের ২০২০-২১ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার গ্রহণ করেন 'জাতীয় শুদ্ধাচার পুরস্কার নীতিমালা, ২০১৭' অনুযায়ী এ বিভাগের ১ হতে ১০তম গ্রেডের কর্মকর্তাগণের মধ্য হতে নির্বাচিত সহকারী প্রোগ্রামার জনাব ছালমা বেগম এবং ১১ হতে ২০তম গ্রেডের কর্মচারিগণের মধ্য হতে নির্বাচিত অফিস সহায়ক জনাব মোঃ কামাল হোসেন । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) জনাব ড. গাজী মোঃ সাইফুজ্জামান, পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টরসমূহের মহাপরিচালকগন এবং এ বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ।