অদ্য ৭/৩/২০২১ খ্রিঃ তারিখে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী মহোদয়ের সূচনা বক্তৃতার মধ্য দিয়ে উক্ত আলোচনা সভা শুরু হয়। উক্ত আলোচনা সভায় ঐতিহাসিক ৭ই মার্চের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন এই বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) জনাব ড. গাজী মোঃ সাইফুজ্জামান। উক্ত সভায় এই বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।