৩১ জানুয়ারি ২০২২ তারিখে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে "৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে অবহিতকরণ" শীর্ষক ৩য় কর্মশালা ভার্চুয়াল প্লাটফর্ম Zoom-এ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন এ বিভাগের সচিব জনাব আবু হেনা মোরশেদ জামান। কর্মশালার সভাপতিত্ব করেন ড. গাজী মোঃ সাইফুজ্জামান, অতিরিক্ত সচিব ও চিফ ইনোভেশন অফিসার, আইএমইডি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব এম আসিফ রহমান, সিইও, এ আর কমিউনিকেশন ও সদস্য, বেসিস। কর্মশালায় অংশগ্রহণকারী হিসেবে Zoom-এ সংযুক্ত ছিলেন এ বিভাগের পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টরসমূহের মহাপরিচালক মহোদয়গণ এবং এ বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তাগণ। কর্মশালায় "4th Industrial Revolution in Bangladesh: Prospects and Challenges"-এর উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব এম আসিফ রহমান। কর্মশালার মুক্ত আলোচনা অংশে ৪র্থ শিল্পবিপ্লব ও বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।