পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক মহান বিজয় দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। 'মহান বিজয় দিবস ২০২২' উপলক্ষ্যে পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক একটি আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান 'বিজয়ের কণ্ঠধ্বনি' অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম. এ. মান্নান এমপি উপস্থিত ছিলেন। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের সকল বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশন এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও বিআইডিএস-এ কর্মরত সকল স্তরের কর্মকর্তা/ কর্মচারী পরিবারবর্গসহ উপস্থিত ছিলেন।