আইএমই বিভাগের আয়োজনে ২১ মে ২০২৩ তারিখে ২০২২-২৩ অর্থবছরের নির্বাচিত চলমান প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ ও সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়ন সংক্রান্ত ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম. এ. মান্নান এমপি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মহোদয়। আইএমই বিভাগের সচিব জনাব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন এই কর্মশালার সভাপতিত্ব করেন। কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন এ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) জনাব ড. গাজী মোঃ সাইফুজ্জামান এবং সমীক্ষা কার্যক্রমের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এ বিভাগের পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৩ এর মহাপরিচালক জনাব মোঃ আব্দুল মজিদ, এনডিসি। কর্মশালায় অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন এ বিভাগের সিপিটিইউ ও মূল্যায়ন সেক্টরসমূহের মহাপরিচালকবৃন্দ, নির্বাচিত প্রকল্পসমূহের প্রকল্প পরিচালকবৃন্দ, নির্বাচিত পরামর্শক প্রতিষ্ঠানসমূহের দলনেতাবৃন্দ এবং আইএমইডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।