১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতির বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আইএমই বিভাগের পক্ষ হতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের উদ্যোগে আলোচনা সভা ও শিশু-কিশোরদের রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং শিশু-কিশোরদের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষ্যে বাদ যোহর পরিকল্পনা কমিশন চত্বরের মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।