Wellcome to National Portal
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ অক্টোবর ২০২২

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে শেখ রাসেল দিবস ২০২২ উদযাপিত


প্রকাশন তারিখ : 2022-10-18

১৮ অক্টোবর, ২০২২ তারিখ মঙ্গলবার বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) কর্তৃক ‘শেখ রাসেল দিবস-২০২২’ উদযাপন করা হয়। এবারের শেখ রাসেল দিবসের প্রতিপাদ্য “শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক”। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য আইএমই বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগসহ অন্যান্য বিভাগের সমন্বয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। যার মধ্যে উল্লেখযোগ্য: শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. শামসুল আলম, মাননীয় প্রতিমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইএমইডি’র সচিব আবু হেনা মোরশেদ জামান। আরো উপস্থিত ছিলেন আইএমইডি’র অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. গাজী মোঃ সাইফুজ্জামান, পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টরসমূহের মহাপরিচালকগণসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোকচিত্রে শেখ রাসেল দিবস ২০২২