Wellcome to National Portal
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ ফেব্রুয়ারি ২০২১

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ-এর আয়োজনে ২০২০-২১ অর্থবছরের আইএমইডি কর্তৃক নির্বাচিত চলমান প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ ও সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়ন সংক্রান্ত ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত।


প্রকাশন তারিখ : 2021-02-09

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ-এর আয়োজনে ২০২০-২১ অর্থবছরের আইএমইডি কর্তৃক নির্বাচিত চলমান প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ ও সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়ন সংক্রান্ত ওরিয়েন্টশন কর্মশালা ৯/২/২০২১ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম. এ. মান্নান এমপি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইএমই বিভাগের সচিব জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী এই কর্মশালার সভাপতিত্ব করেন। কর্মশালায় মূল উপস্থাপনা করেন এ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) জনাব ড. গাজী মোঃ সাইফুজ্জামান এবং কর্মশালায় দিকনির্দেশনামূলক আলোচনা করেন এ বিভাগের পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৭ এর মহাপরিচালক (যুগ্মসচিব) জনাব মোঃ আব্দুল মজিদ, এনডিসি। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন এ বিভাগের পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টরের মহাপরিচালকগণ, নির্বাচিত প্রকল্পসমূহের প্রকল্প পরিচালকগণ, নির্বাচিত প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিগণ এবং আইএমইডির অন্যান্য কর্মকর্তাগণ।