Wellcome to National Portal
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ অক্টোবর ২০২২

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আয়োজিত সঞ্জীবনী প্রশিক্ষণ ২০২২ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।


প্রকাশন তারিখ : 2022-10-12

১২ অক্টোবর, ২০২২ তারিখে আইএমইডি আয়োজিত সঞ্জীবনী প্রশিক্ষণের ৪টি ব্যাচের এসাইনমেন্ট ও ফটো-কনটেস্টের ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আইএমইডি'র সচিব জনাব আবু হেনা মোরশেদ জামান মহোদয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন), পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টরসমূহ এবং সিপিটিইউ'র মহাপরিচালকগণ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সঞ্জীবনী প্রশিক্ষণ ২০২২-এর ৪টি ব্যাচের কোর্স পরিচালকগণ, কোর্স সমন্বয়কগণ এবং প্রশিক্ষণার্থীগণ। উল্লেখ্য, এ বছরের মার্চ মাসে এ বিভাগের ১০-২০ গ্রেডের কর্মকর্তা/ কর্মচারীদের ৪টি ব্যাচে ৪ দিনব্যাপী এই প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের ভেন্যু ছিল ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (IDF), কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, মাটিরাঙা, খাগড়াছড়ি এবং সাজেক, রাঙামাটি।